মৌলভীবাজারে টিলা কাটায় এক মাসের জেল

মৌলভীবাজার প্রতিনিধি


ফেব্রুয়ারি ১০, ২০২১
০৫:৪০ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২১
০৫:৪১ অপরাহ্ন



মৌলভীবাজারে টিলা কাটায় এক মাসের জেল

মৌলভীবাজারের জুড়ীতে টিলা কাটার অপরাধে অভিযুক্ত এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের জেল দেওয়া হয়েছে।

সােমবার ( ৯ ফ্রেব্রুয়ারি ) উপজেলার ৩ নম্বর পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের বিধান দাসের ছেলে বিপ্লব দাসকে এক মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম।

সূত্র জানায়, উপজেলার আমতৈল গ্রামের বিপ্লব দাস আনুমানিক এক হাজার বর্গফুটের টিলার প্রায় পুরােটা কেটে ফেলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে টিলা কাটার অভিযােগে বিপ্লব দাসকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ( ১) ধারায় এক মাসের কারাদণ্ড দেন ।

এসময় ভ্রাম্যমান আদালতকে সহযােগিতা করেন জুড়ী থানা পুলিশের একটি দল ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, টিলা কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। যারা টিলা কেটে পরিবেশের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ/বিএ-০২