কুলাউড়ায় পলাতক আসামি গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি


ফেব্রুয়ারি ১০, ২০২১
১১:৩০ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২১
১১:৩৬ অপরাহ্ন



কুলাউড়ায় পলাতক আসামি গ্রেপ্তার

কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন থেকে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী ছমরু মিয়া (৪০) কে বুধবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে গ্রেফতার করেছে পুলিশ। সে সাদিপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সাদিপুর গ্রামের ছমরু মিয়া এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামী। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

শেষতক ১০ ফেব্রুয়ারি ভোররাত আনুমানিক ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।

তল্লাশির এক পর্যায়ের বাড়ির একটি খাটের নিচ থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আসামী ছমরু মিয়া মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর মামলা (নং ১৯২/২০) এর প্রধান ও পলাতক আসামী। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধি মামলা রয়েছে। আসামী ছমরু মিয়াকে গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, আটক আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জে এইচ/বি এন-৮