খেলা ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২১
০৩:৫১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০৩:৫১ পূর্বাহ্ন
ওয়েস্ট ইনন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমদিনের খেলা শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস ও নাগরিক টিভি।
এদিকে এই ম্যাচে চোটে থাকা সাকিব আল হাসান ও সাদমান ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। এ ছাড়া বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে জায়গা পেয়েছেন আবু জায়েদ রাহি।
বাংলাদেশে একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী রাহি।
বিএ-০২