শায়েস্তাগঞ্জে পুলিশের সহায়তায় গরু ফেরত পেলেন মালিক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১১, ২০২১
০৯:১৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০৯:১৭ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে পুলিশের সহায়তায় গরু ফেরত পেলেন মালিক

শায়েস্তাগঞ্জে হারিয়ে যাওয়া দুটি গরু শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহায়তায় ফেরত পেয়েছেন গরুর মালিক।  

জানা গেছে, উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের জোয়াদ উল্লাহ টিলার মো. ফারুক মিয়ার দুটি গরু চরে ঘাস খাওয়ার জন্য দিয়েছিলেন, কিন্তু অনেক খোঁজাখুজি করে ও গতকালকে খুঁজে পাননি। 

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ২ টার সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ  মহাসড়কে টহল  দিচ্ছিল, এ সময় শায়েস্তাগঞ্জের অলিপুরের স্কয়ার গেইটের সামনে দুটি গরু দেখতে পান এস আই এস আই কমলাকান্তি।  

শায়েস্তাগঞ্জ থানার এস আই জসিম ও এ এস আই বিধানসহ অন্যান্য পুলিশের সহযোগীতায় শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে হেফাজতে  রাখা হয়। 

পরে হারানো গরুর সন্ধান পেলে  নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়ার সহযোগিতায় গরুর মালিক ফারুক মিয়া শায়েস্তাগঞ্জ থানায় যোগাযোগ করলে উপযুক্ত প্রমাণের মাধ্যমে গরু দুইটি ফেরত দেয়া হয়। 

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় হারিয়ে যাওয়া গরুগুলো হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার এস আই কমলাকান্তি বলেন, ‘হারানো গরুগুলো ফেরত দিতে পারে নিজের কাছেই বেশ ভাল লাগছে।’

এস ডি/বি এন-৬