সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২১
১০:০১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২১
১০:০৩ অপরাহ্ন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারের নম্বর পরিবর্তন করা হয়েছে। শুক্রবার বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
আগামী রোববার থেকে নতুন নম্বরে কল করে সেবা নেওয়া যাবে।
ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, আগামী রোববার থেকে কল সেন্টারের এ ০১৭৭৭১৫৬১৩-১৬ নম্বর পরিবর্তন করা হবে।
যাত্রীরা এ নম্বরে ০১৯৯০৯৯৭৯৯৭ কল করে সেবা নিতে পারবে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কল করা যাবে। যাত্রীদের যেকোনো তথ্য নিতে নতুন নম্বরে কল করতে অনুরোধ জানানো হয়েছে।
বি এন-৩