যুদ্ধাপরাধী পলাতক আসামি ফয়জুল্লাহ ঢাকায় গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১২, ২০২১
১০:৩২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২১
১০:৩২ অপরাহ্ন



যুদ্ধাপরাধী পলাতক আসামি ফয়জুল্লাহ ঢাকায় গ্রেপ্তার

যুদ্ধাপরাধ মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এএফএম ফয়জুল্লাহ (৭০) ওরফে আবুল ফালাহকে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছে।

ফাইজুল্লাহ গফরগাঁও উপজেলার সাধুয়া গ্রামের মৃত আব্দুল মজিদ খানের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ওসি রাশেদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঢাকার শাহবাগ এলাকা থেকে ফইজুল্লাহকে গ্রেপ্তার করে।

২০১৪ সালে ফইজুল্লাহর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিলো। 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফইজুল্লাহর মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের অপরাধ প্রমাণিত হওয়ায় ফইজুল্লাহসহ গফরগাঁও উপজেলার ৮ জনকে কারাদণ্ড দেয়া হয়।

রায় ঘোষণার ১৪ ঘণ্টার মধ্যেই ৭ বছর ধরে পলাতক ফইজুল্লাহকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পাগলা থানা পুলিশ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।

ফাইজুলাহসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর পাঁচজনকে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, ‘ট্রাইব্যুনালের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ফইজুল্লাহকে গ্রেপ্তার করে ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বি এন-৫