‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্ব, ছুরিকাঘাতে কিশোর খুন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৭:৫২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৭:৫৬ পূর্বাহ্ন



‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্ব, ছুরিকাঘাতে কিশোর খুন

রাজধানীর মুগদার মান্ডায় কিশোর-তরুণদের দুই পক্ষের বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মো. হাসান (১৬) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২) সন্ধ্যায় হাসানকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে একটি ছাপাখানার কর্মচারী ছিল।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. বেলাল নামে এক তরুণকে আটক করা হয়েছে। তিনিও ছুরিকাঘাতে জখম হয়েছেন। তার ভাষ্য, ‘সিনিয়র-জুনিয়র’ নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে।

মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কিশোরদের মধ্যকার বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আটক বেলাল দাবি করেন, কয়েক মাস আগে তার সঙ্গে হাসান ও তার বন্ধু সাগরসহ কয়েকজনের বিরোধ হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি (বেলাল) আশিক, রতন ও মেজুসহ অন্যদের নিয়ে মান্ডার লেটকা ফকিরের গলিতে বেড়াতে যান। সেখানে তারা হাসানদের মুখোমুখি হয়ে পড়েন। এ পর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে তিনি আহত হন। তখন তাদের কাছ থেকেই ছুরি কেড়ে নিয়ে হাসানকে আঘাত করেন বেলাল। অন্যদিকে সাগর দাবি করেছেন, বেলাল ও তার সঙ্গীরাই প্রথমে হামলা চালান।

এ ঘটনায় বেলাল ছাড়াও উভয়পক্ষের কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহতের বড় ভাই মো. হাবিব জানান, মান্ডা এলাকার ‘ব্যান্ডেজ গ্রুপের’ কয়েকজন হাসানকে এলোপাতারি ছুরিকাঘাতে হত্যা করে। আটক বেলাল ওই গ্রুপেরই সদস্য। তবে হত্যার কারণ সম্পর্কে তার কিছু জানা নেই। ভাইয়ের খুনিদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

স্বজনরা জানান, হাসানের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভারারা এলাকায়। সে পরিবারের সঙ্গে মান্ডার সাবেদ আলীর ভাড়া বাসায় থাকত। তার বাবার নাম মো. আশরাফুল। তিন ভাই এক বোনের মধ্যে তৃতীয় ছিল হাসান।

বিএ-০8