খেলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৬:০০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১
০২:০৩ অপরাহ্ন
তুলনামূলক সহজ উইকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের ধুঁকতে থাকা পরিস্থিতির এতটুকু উন্নতি নেই। শনিবার লাঞ্চের আগের ২৯ ওভারে ৭৫ রান তুলতে ২ উইকেট চলে গেছে। পরিস্থিতি এমন যেকোনো সময় ধস নামতে পারে! এখন পর্যন্ত ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৮১।
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ৪০৯ রানে অলআউট হওয়ার পর শুক্রবার ১০৫ রান তুলতে ৪ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিমের (২৭) সঙ্গে অপরাজিত ছিলেন মোহাম্মদ মিঠুন (৬)।
মিঠুন এদিন ১৫ রান করে পথ ধরেছেন। দীর্ঘদেহী রাকিম কর্নওয়ালকে ডিফেন্স করতে গিয়ে শর্টে ক্যাচ দেন। ছয় নম্বরে নামা মিঠুন ৮৬ বলে ২ চারে এই রান করেন।
মুশফিক পথ ধরেন অর্ধশতকের পরপর। ব্যক্তিগত ৫৪ রানের মাথায় ওই কর্নওয়ালকে রিভার্স সুইপ খেলতে যান তিনি! ম্যাচের এই পরিস্থিতিতে চাপ কমাতে অমন একটি শট তার বিদায়ের কারণ। ১০৫ বল খেলে ধরা পড়েন মেয়ার্সের হাতে। বাংলাদেশের ভরসা এখন লিটন-মেহেদী।
গতকাল বিপদের শুরু সৌম্য সরকারকে দিয়ে। প্রথম ওভারের ৪টি বল খেলে কোনো রান না করেই গ্যাব্রিয়েলের বলে কাইল মেয়ার্সকে ক্যাচ দেন।
তৃতীয় ওভারে পথ ধরেন শান্ত। প্রথম বলে গ্যাব্রিয়েলকে চার মারার পর দ্বিতীয় বলে বোনারের হাতে ক্যাচ দেন।
১৫তম ওভারে বিদায় নেন মুমিনুল হক। ৩৯ বলে ২১ রান করে কর্নওয়ালের বলে সিলভার হাতে ক্যাচ দেন। ঠিক পরের ওভারে পথ ধরেন তামিম ইকবাল। ৫২ বলে ৪৪ রান করা ওপেনার জোসেফের বলে কাটা পড়েন।
বিএ-১২