মৌলভীবাজার প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২১
১০:০৪ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১
১০:৫০ অপরাহ্ন
কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার ভাটেরা এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি তেলবাহী ট্রেন দুপুর ২ টার দিকে ভাটেরা সিগনাল এলাকায় পৌঁছার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ।
তিনি বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আশাকরি সন্ধ্যা ৬ টার আগেই উদ্ধারের কাজ শেষ হবে।
এস এইচ/বি এন-৩