চুনারুঘাট সংবাদদাতা
ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৯:৫৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৯:৫৭ পূর্বাহ্ন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা, চেগানগর, কোনাগাঁও, কাঠুয়ামারা, ইকরতলী, উছমানপুর, দুধপাতিল ও বড়জুমসহ অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামের কাঁচা রাস্তাগুলো পাকাকরণের দাবীতে স্থানীয় এলাকাবাসিরা ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেছে। মানববন্ধনে স্থানীয় প্রায় হাজার এলাকাবাসিসহ সর্বস্থরে জনসাধারণ অংশগ্রহণ করেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর স্থানীয় চেগানগর জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এলাকাবাসিরা এই ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বীর-মুক্তিযোদ্ধা বিএসসি মালেক মাষ্টার, সমাজসেবক রায়হান উদ্দিন ও বিশিষ্ট মুরুব্বী মকছুদ আলীসহ আরো অনেকে।
মানববন্ধনে অংশগ্রহণকারী মসজিদের মুসল্লিয়ানসহ এলাকাবাসিরা, গাজীপুর ইউনিয়নের প্রায় ২৬ কিলোমিটার কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকাকরণের দাবী জানান।
তারা বলেন, অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় বেশ কয়েক হাজার মানুষ উপরে উল্লেখিত রাস্তাগুলো দিয়ে শহরে যাতায়াত করে। এসব গ্রামের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও চুনারুঘাট শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে।
এছাড়া বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ এসব রাস্তা দিয়ে চুনারুঘাট শহরসহ আশপাশে যাতায়াত করে।
এসব রাস্তার পাশে রয়েছে মক্ততব-মসজিদ ঈদগাহ মাঠ ও কবরস্থানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘদিন ধরে পাকাকরণ না করায় বর্তমানে এসব রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
রাস্তাগুলো খানাখন্দে ভরে গেছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে সৃষ্ট গর্তে এসব রাস্তা দিয়ে চলাচল করা যায় না। এসব রাস্তা দিয়ে চলাচলের সময় ট্রাক, ট্রাক্টর, অটোরিক্সা, মোটরসাইকেল, বাইসাইকেলসহ বিভিন্ন যানবাহন গর্তে পড়ে যায়। এতে অনেকেই আহত হয়েছেন।
বিশেষত কোন রোগি অথবা গর্ভবর্তী মহিলাকে নিয়ে রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় তাদের অবস্থা আরো অবনতি হয়ে পড়ে। এছাড়া কোন মৃত মানুষকে দাফন করার জন্য খাটিয়া নিয়ে চলাচল করাও খুবই কষ্টকর হয়ে পড়ে।
এলাকাবাসীরা আরো বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তূ আমরা স্বাধীনতার স্বাদ গ্রহন করতে পারিনি। আমরা বর্ষাকাল এলে কাদামাটি এবং শীত কালে ধুলাবালি দিয়ে যাতায়াত করতে হয়। বর্তমান সরকার সমগ্র বাংলাদেশে উন্নয়নের জোয়ারে বাসিয়েছে কিন্তু আমরা গাজীপুর ইউনিয়নের বাসিন্দারা বর্তমান সরকারের আমলে রাস্তা-ঘাটের উন্নয়ন থেকে বরাবরের মতই বঞ্চিত।
তারা বলেন, চুনারুঘাট- মাধবপুর নির্বাচনী এলাকা (হবিগঞ্জ-৪) আসনে স্বাধীনতার পর থেকে সংসদ নির্বাচনে যে কেউ নৌকা প্রতিক নিয়ে আসলে সবসময় আমরা নৌকার পক্ষে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করে আসছি। কিন্তু বিনিময়ে পেয়েছি কি?
তারা ১২ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী, এমপি মহোদয়ের প্রতি সুদৃষ্টি কামনা করে বলেন, আমরা আপনাকে সিলেট বিভাগের মাঝে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটি গুরুত্বপূর্ন মন্ত্রালয়ের দায়িত্ব দিয়েছেন। তা আপনিও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। আমরা গাজীপুর ইউনিয়ন বাসি রাস্তাঘাট নিয়ে চরম দুর্ভোগে পড়েছি। মন্ত্রী মহোদয় আপনার সু- নজর হলে আমাদের ইউনিয়নে প্রায় ২৬ কিলোমিটার কাজ সম্পন্ন হবে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হবে না এসব গ্রামের মানুষকে।
এম এস /বি এন-৫