সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৮:২৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৮:২৯ পূর্বাহ্ন
দেশের প্রবীণ নাগরিক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য টিকাদান কেন্দ্রে নিবন্ধনের ব্যবস্থা পুনরায় চালু করার চিন্তা করছে সরকার। এই দুই শ্রেণির মানুষ জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে টিকাদান কেন্দ্রে গেলে তাদের নিবন্ধন করে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকাদান কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান।
এর আগে গত বৃহস্পতিবার থেকে দেশের সব টিকাদান কেন্দ্রে টিকার নিবন্ধন বন্ধ করে দেওয়া হয়। তার আগের কয়েকদিন রাজধানীর কয়েকটি কেন্দ্রে নিবন্ধন করা নিয়ে বেশ বিশৃঙ্খলা দেখা দেয়। নিবন্ধন করে টিকা নেওয়ার চাপ বাড়লে নিবন্ধিত মানুষের ট্কিা নিতে বেশ বেগ পেতে হয়। এমন পরিপ্রেক্ষিতে কেন্দ্রে নিবন্ধন বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্যসচিব বলেন, দেশে এখন পর্যন্ত ১৪ লাখ লোক টিকার জন্য নিবন্ধন করেছে। ৩৫ লাখ টিকা দেওয়ার পর আমরা পরিসংখ্যান যাচাই করব। যদি দেখা যায় গ্রামের মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা কম তাহলে উদ্বুদ্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে।
বিএ-১১