টাইগারদের সবাই ক্যাচ আউট!

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৪:০৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন



টাইগারদের সবাই ক্যাচ আউট!


প্রথমবার কোনো ইনিংস বাংলাদেশের সব ব্যাটসম্যান আউট হলেন ক্যাচ দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে এই অভিজ্ঞতা হলো বাংলাদেশের। শুরুটা সৌম্য সরকারকে দিয়ে। শ্যানন গ্যাব্রিয়েলের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন বাঁহাতি এই ওপেনার। ১১ নম্বর ব্যাটসম্যান আবু জায়েদ চৌধুরি আল জারি জোসেফের বলে ধরা পড়েন গালিতে। মাঝে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান ফিরেন ক্যাচ দিয়ে। দুটি করে ক্যাচ নেন কাইল মেয়ার্স, এনক্রুমা বনার, ক্রেইগ ব্র্যাথওয়েট ও জার্মেইন ব্ল্যাকউড। শেন মোজলি ও জশুয়া ডি সিলভা নেন একটি করে ক্যাচ।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এর আগে ২৩ বার ক্যাচ দিয়ে ৯ উইকেট হারিয়েছে বাংলাদেশ। নিজেদের অভিষেক টেস্ট দিয়ে এর শুরু। ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে অজিত আগারকারের বলে এলবিডব্লিউ হয়েছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান আল শাহরিয়ার বিদ্যুৎ। বাকি সবাই দেন ক্যাচ। আর ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ দেন বাংলাদেশের ৯ ব্যাটসম্যান। ওপেনার তামিম ইকবাল হন রান আউট।
এএন/০২