সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৯:০২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৯:০২ অপরাহ্ন
প্রথম সেশনে ভারত করল ১০৬ রান, রোহিত শর্মা তখন একাই ৮০ রানে অপরাজিত। এই ব্যাটসম্যান এরকম আগ্রাসী ব্যাট চালিয়ে থামলেন দেড়শো পেরিয়ে। বিরাট কোহলি, চেতশ্বর পূজারার ব্যর্থতার দিনে আজিঙ্কা রাহানেও পেলেন রান। আলোচনার জন্ম দিয়ে একাদশে আসা মঈন আলি আর জ্যাক লিচের ঘূর্ণি খেলায় ফেরে ইংল্যান্ড। যদিও প্রথম দিন বাইশ গজে ওভার প্রতি প্রায় সাড়ে তিন করে রান তুলেছে ভারত।
গতকাল চেন্নাইতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮৮ ওভার। স্বাগতিকরা রান তুলেছে ৩০০ রান। উইকেট হারিয়েছে ছয়টি। ৩৩ রান নিয়ে ক্রিজে আছেন রিশভ পান্ত, তার সঙ্গী অভিষিক্ত অক্ষর প্যাটেল।
প্রথম দিন শেষে ভারত ১ম ইনিংস : ৮৮ ওভারে ৩০০/৬ (রোহিত ১৬১, পূজারা ২১, কোহলি ০, রাহানে ৬৭, পান্ত ৩৩*, অশ্বিন ১৩; স্টোন ১/৪২, লিচ ২/৭৮, মঈন ২/১১২, রুট ১/১৫)।
এএন/০৬