মিরাজের রেকর্ড গড়া ১০০ উইকেট

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৫:৩০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৫:৩০ পূর্বাহ্ন



মিরাজের রেকর্ড গড়া ১০০ উইকেট


মেহেদী হাসান মিরাজ রেকর্ড গড়ে পা রাখলেন ১০০ উইকেটে। বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ টেস্ট উইকেট শিকারি বোলার এখন তিনি। ছাড়িয়ে গেলেন তাইজুল ইসলামকে। ২৪ টেস্ট খেলে মিরাজ পূর্ণ করলেন উইকেটের সেঞ্চুরি। তাইজুলের লেগেছিল ২৫ টেস্ট। তার আগে রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের, ২৮ টেস্টে। সবার আগে মোহাম্মদ রফিকের লেগেছিল ৩৩ ম্যাচ।
৯০ উইকেট নিয়ে মিরাজ শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। চট্টগ্রামে তার শিকার ছিল দুই ইনিংসে চারটি করে উইকেট। মিরপুরে উইকেটশূন্য প্রথম দিনের পর দ্বিতীয় দিন সকালে এনক্রুমা বনারকে ফিরিয়ে তার উইকেট সংখ্যা হয় ৯৯। প্রথম ইনিংস ওই একটিই উইকেট। তৃতীয় দিনে গতকাল শেন মোসলিকে ফিরিয়ে শিকার হলো ১০০।

বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট উইকেট নেওয়ার প্রথম কৃতিত্ব মোহাম্মদ রফিকের। ক্যারিয়ারের শেষ টেস্টে দুই উইকেট নিয়ে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছিলেন বাংলাদেশের স্পিন কিংবদন্তি। টেস্ট ক্যারিয়ার শেষ করেন তিনি ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে। বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট উইকেট শিকারি বোলার এই চারজনই। দ্রুততম ১০০ উইকেটের বিশ্বরেকর্ডের ধারেকাছে অবশ্য যেতে পারেনি বাংলাদেশের কোনো বোলার। ১৬ টেস্টে ১০০ উইকেট নিয়ে এই রেকর্ডটি জর্জ লোম্যানের। ১২৫ বছর আগে রেকর্ডটি গড়েছিলেন এই ইংলিশ পেসার।
এএন/০৮