শ্রীমঙ্গল প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২১
১০:৩০ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
১০:৩০ অপরাহ্ন
শ্রীমঙ্গলে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীর ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে শহরের ব্যস্ততম চৌমহুন এলাকার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাই এর শিকার নারী উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের ছব্বত আলী স্ত্রী রঙ্গিলা খাতুন (৫৫)।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় অভিযোগ করা হয়েছে। থানা পুলিশের পক্ষে ছিনতাইকারীদের শনাক্তে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষনের প্রক্রিয়া চালাচ্ছে।
ছিনতাইয়ের শিকার নারীর ছেলে জাতীয় দৈনিক ভোরের দর্পন ও সিলেট থেকে প্রকাশিত দৈনিক একাত্তরের কথা পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো. জামাল মিয়া বলেন, ‘রোববার বেলা ১১ টা ২০ মিনিটের দিকে ইসলামী ব্যাংক থেকে ৫৫ হাজার টাকা উত্তোলন করেন আমার মা। পরে টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফেরার পথে পায়ে হেঁটে চৌমহুনা যাবার পথে গার্লস্ স্কুলের সামনে এলে ২ ছিনতাইকারী পেছন থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার এসআই জাকির হোসেন জানান, ছিনতাইকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই চলছে। তিনি বলেন, ‘আশা করছি খুব শিঘ্রই ছিনতাইকারীদের শনাক্ত ও আটক করা সম্ভব হবে।’
জি কে/বি এন-৮