রাজনগর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২১
০২:১১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২১
০২:১২ পূর্বাহ্ন
রাজনগরে গোপন সংবাদের ভিত্তিতে ১৪২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় এসআই সিদ্ধার্থ শেখর ঘোষ, এসআই সোলেমান ও এএসআই ওয়াসিম রাজনগর উপজেলার ৪ নম্বর পাঁচগাও ইউনিয়নের পশ্চিম বাগ গ্রামের মৃত আনা মিয়ার ছেলে তোফায়েল আহমেদ তুলুকে (৩৬) ১৪২ পিস ইয়াবাসহ বাড়ি থেকে আটক করেন।
থানা সূত্রে জানা যায়, আসামী নিজ মুখে স্বীকার করেছে সে আগে থেকেও মাদক গ্রহণ করতো এবং মাজে মধ্যে বিক্রিও করতো।
এবিষয়ে রাজনগর থানার এস আই সুলেমান বলেন, মাদক সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে চালান করে দেওয়া হয়েছে। এর আগেও একবার তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
এফএইচ/বিএ-২৪