ওসমানীনগর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২১
০১:২৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০১:২৪ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে আব্দুস শহিদ আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে সুনামগঞ্জ জেলা দল ও দেওয়ান বাজার সবুজ দল বালাগঞ্জ পরস্পরের মোকাবেলা করে। ম্যাচে ২-০ গোলে জয় পায় দেওয়ান বাজার সবুজ দল।
উদ্বোধনী খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন পরাজিত দলের ইকবাল আহমদ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আছাব আলী, সহকারী রেফারি ছিলেন আহাদ আলী হানু ও সাইদুর রহমান চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খাঁন। বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক, কমরেড আফরোজ আলী, বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, তাজপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঝলক পাল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির আহমদ, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন মস্তান, ইউপি সদস্য খালেদ আহমদ খুকু, আব্দুল জহুর শুকুর প্রমুখ।
ইউডি/আরআর-০৪