মৌলভীবাজারে 'ঢাকা পোস্টের' আনুষ্ঠানিক উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৬, ২০২১
১০:১৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
১০:১৪ অপরাহ্ন



মৌলভীবাজারে 'ঢাকা পোস্টের' আনুষ্ঠানিক উদ্বোধন

অনলাইন নিউজ পাের্টাল ঢাকা পােস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। সে উপলক্ষে একযুগে সারাদেশের প্রতিটি জেলা ও বিশ্ববিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মৌলভীবাজারে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শহীদ আইভি রহমান অডিটোরিয়ামে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব। 

ঢাকা পোস্টের মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈমের সভাপতিত্বে ও যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইলেট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক বকসি মিছবাহউর রহমান, বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক মাসুদ আহমদ। 

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বয়তুল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, কার্যনির্বাহী সদস্য শ.ই সরকার জবলু, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ মহসীন, এটিএন বাংলার প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, মাছরাঙা টেলিভিশনে প্রতিনিধি ফেরদৌস আহমদ, দৈনিক আমার সংবাদ ও এশিয়ার টেলিভিশনের প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক মো. আব্দুর রব, দৈনিক উত্তরাধিকার পত্রিকার প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দেশ রূপান্তর ও টিবিএস এর প্রতিনিধি রিপন দে, জাগোনিউজের প্রতিনিধি আশরাফ আলী, আলোকিত সকালের প্রতিনিধি মো আমির, সিলেট ভয়েজের প্রতিবেদক কামরুল হাসান শাওন, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি কামরান আহমদ প্রমুখ। 

আরো উপস্থিত ছিলেন- সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ-সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, ইটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি রাজন আহমদ, জেলা তালামীযের সাবেক সভাপতি এম এ রাজ্জাক, ইটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক আলী বখত রতন প্রমুখ। 

এছাড়া জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এস এইচ/বি এন-০৪