সেমিফাইনালে সেরেনার মুখোমুখি ওসাকা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৭, ২০২১
১২:১২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
১২:১৩ অপরাহ্ন



সেমিফাইনালে সেরেনার মুখোমুখি ওসাকা

 

সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের নতুন রেকর্ড থেকে আর মাত্র দুটি ম্যাচ জয় থেকে দূরে আছেন সেরেনা। একের পর এক জয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে। অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটের ম্যাচে বিশ্বের দুই নম্বর বাছাই সিমোনা হেলেপকে উড়িয়ে দিয়েই সেমিফাইনালে উঠেছেন এ মার্কিন কৃষ্ণসুন্দরী।

সবশেষ ২০১৯ সালে উইম্বলডনে মুখোমুখি হয়েছিলেন এ দুই তারকা। সে আসরে জয় পেয়েছিলেন হেলেপই। তবে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে পাত্তাই পাননি এ রোমানিয়ান তরুণী। হেরেছেন সরাসরি সেটে। ৮২ মিনিটের এ লড়াইয়ে ৬-৩ ও ৬-৩ গেমে তাকে নবম বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন সেরেনা।

সেমিফাইনালে জাপানী তারকা নাওমি ওসাকার মোকাবেলা করবেন সেরেনা। কোয়ার্টার ফাইনালে তাইওয়ানের সেইহ সু-উইয়ের বিপক্ষে ৬-২ ও ৬-২ গেমে জিতেছেন ওসাকা। 

এএন/০২