কিংস ইলেভেন পাঞ্জাবের `ইলেভেন' থাকছে না

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৭, ২০২১
১২:৪১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
১২:৪১ অপরাহ্ন



কিংস ইলেভেন পাঞ্জাবের `ইলেভেন' থাকছে না

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একেবারে শুরুর আট ফ্র্যাঞ্জাইজির একটি কিংস ইলেভেন পাঞ্জাব। তবে আগামী মৌসুমে এই নাম আর থাকছে না প্রীতি জিনতার মালিকানাধীন দলটি। নাম পরিবর্তন হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের। 

লিগের ১৪তম আসর থেকে ইলেভেন বাদ দিয়ে ‘পাঞ্জাব কিংস’ নামে দেখা যাবে ফ্র্যাঞ্জাইজিটিকে। 

ফ্র্যাঞ্জাইটির মালিক হিসেবে আছেন মোহিত বর্মণ, নেস ওয়াদিয়া, প্রীতি জিনতা ও করণ পাল। লিগের ১৩ বছরের ইতিহাসে কেবল একবার তৃতীয়স্থান ও একবার রানার্স-আপ হয়েছিল দলটি।

আইপিএলে নাম পরিবর্তনের নজির এবারই প্রথম নয়। এর আগে দিল্লী ডেয়ারডেভিলসের নাম বদলে রাখা হয় দিল্লী ক্যাপিটালস। রাইজিং পুনে সুপারজায়ান্টের নাম একটু বদলে রাখা হয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস। কয়েক দিনের মধ্যে নাম বদলের ঘোষণা আসতে পারে।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ১৪তম আসরের নিলাম। নিলামের পুরো আয়োজন হবে চেন্নাইয়ে, যা শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়। 

এএন/০৫