সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৮:০০ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৮:০০ অপরাহ্ন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর ৪ মার্চ ঢাকা সফরে আসছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের পূর্বপ্রস্তুতি হিসেবেই তার এই সফর।
জাতীয় এক দৈনিক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে যোগ দিতে পারেন নরেন্দ্র মোদি।
এতে বলা হয়, মোদির ঢাকা সফরকে সামনে রেখে আগামী ৪ মার্চ সেখানে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, আগামী ৪ থেকে ৬ মার্চ তিন দিনের ঢাকা সফর করবেন জয়শংকর।
এ বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই বছরজুড়ে নানা ছোটখাটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ‘মুজিববর্ষ’।
আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে আয়োজন করা হয়েছে বড় অনুষ্ঠানের।
মোদির সফরকালে দু’দেশের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা ও সমঝোতা স্মারক চূড়ান্ত করতেই জয়শংকর ঢাকায় যাচ্ছেন।
ঢাকা সফরকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে।
মোদির ঢাকা সফরে ২৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।
গত ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসেও মোদির ঢাকা সফরের পরিকল্পনা ছিল। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেই সফর বাতিল করা হয়েছে।
মোদির সফরকে সামনে রেখে গত ২৮ থেকে ৩১ জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফর করেন। সেসময় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন তিনি।
বি এন-০৩