কুর্মিটোলায় টিকা নেবেন ক্রিকেটাররা, আগ্রহী নন সবাই

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৬:১১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৬:১১ অপরাহ্ন



কুর্মিটোলায় টিকা নেবেন ক্রিকেটাররা, আগ্রহী নন সবাই

নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ৩ ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের দলে যারা ডাক পাবেন তাদের করোনাভাইরাস টিকার আওতায় আনা হবে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেওয়া হবে ক্রিকেটারদের টিকা। তবে বেশিরভাগ ক্রিকেটার টিকা নিলেও ৫ থেকে ৭ জন ক্রিকেটার টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করেছেন।

সবাই টিকা না নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) টিকা দিচ্ছেন। টিকার জন্য আমরা একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছি, সেটা আজ শেষ হবে। তবে সেই তালিকাটা এখনো আমার হাতে এসে পৌঁছায়নি।’

সবাই নিলেও ৫ থেকে ৭ জন ক্রিকেটার টিকা নিচ্ছেন না জানিয়ে দেবাশীষ বলেন, ‘আমি যতটুকু জেনেছি, ৫ থেকে ৭ জন ক্রিকেটার টিকা নিচ্ছেন না। বাকিরা সবাই নিচ্ছেন। কেন নিচ্ছেন না এটা এখনও জানি না। ১৮ তারিখ সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বাকিরা টিকা নিবেন।’

প্রথম দফায় কেবল নিউজিল্যান্ডগামী ক্রিকেটাররাই পাবেন টিকা। তবে এরপরই সব বিভাগের ক্রিকেটারদেরকে আনা হবে এ আওতায়। টিকা দেওয়ার পরই দ্রুত ঘরোয়া ক্রিকেট ফেরাবে বিসিবি।

আরসি-০৮