জুড়ীতে আল জাজিরার সম্প্রচার বন্ধের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৮, ২০২১
১০:২১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২১
১০:২৩ অপরাহ্ন



জুড়ীতে আল জাজিরার সম্প্রচার বন্ধের দাবিতে মানববন্ধন

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা কর্তৃক সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও বানায়োট প্রতিবেদনের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দেশপ্রেমিক' নাগরিকবৃন্দের আয়োজনে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি ) উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায়  উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পশ্চিম জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান শ্রীকান্ত দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, জুড়ী উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু,জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মইনুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া, মাহবুব মুজিব, ইমরুল ইসলাম, যুবলীগ নেতা কয়ছর আহমদ রুবেল, আবুল খায়ের সায়মন, নিসচা যুগ্ম আহবায়ক লিটন রঞ্জন দত্ত, আব্দুল হেকিম ইমন, মিজান মিয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধের দাবি জানান।

এস এইচ/বি এন-০৫