আইপিএলের নিলাম শেষে কে কোন দলে

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:৪২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:৪২ পূর্বাহ্ন



আইপিএলের নিলাম শেষে কে কোন দলে

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই টুর্নামেন্ট মানেই টাকার ছড়াছড়ি। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে আইপিএলের ১৪তম আসরের নিলাম।

এই নিলামে সবচেয়ে বেশি ১৬ কোটি ২৫ লাখ টাকায় ক্রিস মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। দল পেয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও। তিন কোটি বিশ লাখ রুপিতে সাকিবকে কলকাতা নাইট রাইডার্স ও এক কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

চেন্নাই সুপার কিংস : কৃষ্ণাপ্পা গৌথাম (৯কোটি ২৫ লাখ রুপি), মঈন আলি (৭ কোটি রুপি), চেতেশ্বর পুজারা (৫০ লাখ রুপি), কে ভাগাত ভার্মা (২০ লাখ রুপি), সি হারি নিশান্থ (২০ লাখ রুপি), এম হরিশঙ্কর রেড্ডি (২০ লাখ রুপি)।

দিল্লি ক্যাপিটালস: টম কুরান (৫ কোটি ২৫ লাখ রুপি), স্টিভেন স্মিথ (২ কোটি ২০ লাখ রুপি), স্যাম বিলিংস (২ কোটি রুপি), উমেষ যাদব (১ কোটি রুপি), রিপাল প্যাটেল (২০ লাখ রুপি), বিষ্ণু বিনোদ (২০ লাখ রুপি), লুকমান মেরিওয়ালা (২০ লাখ রুপি), এম সিদ্ধার্থ (২০ লাখ রুপি)।

কলকাতা নাইট রাইডার্স: সাকিব আল হাসান (৩ কোটি ২০ লাখ রুপি), হরভজন সিং (২ কোটি রুপি), বেন কাটিং (৭৫ লাখ রুপি), করুন নায়ার (৫০ লাখ রুপি), পবন নেগি (৫০ লাখ রুপি), শেলডন জ্যাকসন (২০ লাখ রুপি), ভেঙ্কটেশ আয়ার (২০ লাখ রুপি), ভাইভাব অরোরা (২০ লাখ রুপি)।

মুম্বাই ইন্ডিয়ান্স: নাথান কাউল্টার নেইল (৫ কোটি রুপি), অ্যাডাম মিলনে (৩ কোটি ৩০ লাখ রুপি), পিযুশ চাওলা (২ কোটি ৪ লাখ রুপি), জিমি নিশাম (৫০ লাখ রুপি), যুধভির চারাক (২০ লাখ রুপি), ম্যাক্রো জ্যানসেন (২০ লাখ রুপি), অর্জুন টেন্ডুলকার (২০ লাখ রুপি)।

পাঞ্জাব কিংস: ঝিয়ে রিচার্ডসন (১৪ কোটি রুপি), রিলে মেরেডিথ (৮ কোটি রুপি), শাহরুখ খান (৫ কোটি ২৫ লাখ রুপি), মইসেস হেনরিক্স (৪ কোটি ২ লাখ রুপি), ডেভিড মালান (১ কোটি ৫ লাখ রুপি), ফ্যাবিয়েন অ্যালেন (৭৫ লাখ রুপি), জালাজ সাক্সেনা (৩০ লাখ রুপি), সৌরভ কুমার (২০ লাখ রুপি), উৎকারাস সিং (২০ লাখ রুপি)।

রাজস্থান রয়্যালস: ক্রিস মরিস (১৬ কোটি ২৫ লাখ রুপি), শিভাম দুবে (৪ কোটি ৪০ লাখ রুপি), চেতন সাকারিয়া (১ কোটি ২০ লাখ রুপি), মোস্তাফিজুর রহমান (১ কোটি রুপি), লিয়াম লিভিংস্টোন (৭৫ লাখ রুপি), আকাশ সিং (২০ লাখ রুপি), কেসি ক্যারিয়াপ্পা (২০ লাখ রুপি), কুলদ্বীপ যাদব (২০ লাখ রুপি)।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: কাইল জেমিসন (১৫ কোটি রুপি), গ্লেন ম্যাক্সওয়েল (১৪ কোটি ২৫ লাখ রুপি), ড্যান ক্রিশ্চিয়ান (৪ কোটি ৮ লাখ রুপি), শচীন বেবি (২০ লাখ রুপি), রজত পতিদর (২০ লাখ রুপি), মোহাম্মদ আজহারুদ্দিন (২০ লাখ রুপি), সুয়াস প্রভুদেশাই (২০ লাখ রুপি), কেএস ভারত (২০ লাখ রুপি)।

সানরাইজার্স হায়দরাবাদ: কেদার যাদব (২ কোটি রুপি), মুজিব-উর রহমান (১ কোটি ৫০ লাখ রুপি), জে সুচিথ (৩০ লাখ রুপি)।

আরসি-০৮