শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২১
০৫:০৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১
০৫:০৭ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম আন্তঃউপজেলা দাবা প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা (অবঃ) সার্জেন্ট আব্দুল আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুর রকিব, খেলার পরিচালক আজিজুর রহমান ফয়সল, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি মো. মামুন চৌধুরী, সময়ের আলোর জেলা প্রতিনিধি কামরুল হাসান, শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রমের ছেলে বজলু মিয়া প্রমুখ।
আলোচনা শেষে ইউএনও মো. মিনহাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা (অব.) সার্জেন্ট আব্দুল আলী এ প্রতিযোগীতার উদ্বোধন করেন।
এ প্রতিযোগীতায় ১৬ জন খেলোয়ার অংশগ্রহন করেন।
এসডি/বিএ-০২