কমলগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কমলগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২২, ২০২১
০২:১৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১
০২:১৩ পূর্বাহ্ন



কমলগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মৌলভীবাজারের কমলগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কমলগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্পণ করে কর্মসূচির সূচনা করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

একে একে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, পৌর পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, প্রেসক্লাব, উপজেলা স্কাউটসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

 

এসডি/আরআর-০৬