ভাষা দিবসে কমলগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

কমলগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২২, ২০২১
০২:৩০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১
০২:৩০ পূর্বাহ্ন



ভাষা দিবসে কমলগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শিববাজারে মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ভাষা ও স্বাধীনতার কবিতা পরিবেশন করা হয়েছে।

মণিপুরি ললিতকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক শুভাশীস সিনহা ও বিধান সিনহার সঞ্চালনায় এ পর্বে মণিপুরি সম্প্রদায়ের বাইরের শিশুরা অংশ নেয়। এরপর শিশুদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে মণিপুরি ললিতকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার পরিচালনায় একাডেমীর সংগীত শিক্ষার্থীদের অংশগ্রহণে অমর একুশের দলীয় কালজয়ী 'সালাম সালাম' গানটি বাংলা ও মণিপুরি ভাষায় পরিবেশন করা হয়। এছাড়া একাডেমীর নাট্য প্রশিক্ষক সুভাশীস সিনহার কোরিওগ্রাফিতে একুশের গীতিনাট্য পরিবেশন করা হয়। এরপর শিশুশিল্পীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশন করা হয়। সবশেষে কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক তৌহিদুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম চৌধুরী, প্রভাষক হামিদা খাতুন, নৃত্য প্রশিক্ষক অনিল সিংহ প্রমুখ।

 

এসডি/আরআর-০৭