কমলগঞ্জে বেইলি সেতুর পাটাতন খুলে যান চলাচল বন্ধ

কমলগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৩, ২০২১
০২:৩৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১
০২:৪০ অপরাহ্ন



কমলগঞ্জে বেইলি সেতুর পাটাতন খুলে যান চলাচল বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বেইলি সেতুর ৩টি পাটাতন খুলে ভানুগাছ-শমশেরনগর সড়কে  সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় সংলগ্ন খিন্নী ছড়ার ওপরের স্টিলের বেইলি সেতুর ৩টি পাটাতন খুলে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, ভোর রাতে ভোর রাতে কোন ভারী যানবাহন পারাপারের সময় এ ঘটনাটি ঘটে। গত এক বছর আগে এ বেইলী সেতুর দুটি পাটাতন খুলে গিয়িছিল। সেটি সংস্কার করে যানবাহন চলাচল শুরু হয়। 

এলাকাবাসী দাবি করেন এখানে স্থায়ীভাবে সিসি ঢালাই সেতু নির্মাণ করা প্রয়োজন। ঘটনার পর থেকে শমশেরনগর-ভানুগাছ সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

সড়ক জনপথ বিভাগের সহকারি প্রকৌশলী মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দ্রুত মেরামতকারী একটি দল ঘটনাস্থলে এসে বেইলী সেতুর খুলে যাওয়া পাটাতন নতুন করে স্থাপন করে যানবাহান চলাচল স্বাভাবিক করবে।’ 

এস ডি/বি এন-০১