পিএসএল ছেড়ে জাতীয় দলে গেইল

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৩, ২০২১
০৩:২৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১
০৩:২৪ অপরাহ্ন



পিএসএল ছেড়ে জাতীয় দলে গেইল

 

জাতীয় দলের ডাকে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ছেড়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে পুরোপুরি শেষ হয়ে যায়নি গেইলের ফেরার সম্ভাবনা। দেশের হয়ে খেলার দায়িত্ব পালন করে লাহোরে হতে যাওয়া টুর্নামেন্টের দ্বিতীয়ভাগে ফের কোয়েটার সাথে যোগ দেবেন ক্রিস গেইল।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে লাহোর কালান্দারসের বিপক্ষে ম্যাচের পর গেইল বলেন, ‘এখন পিএসএল ছেড়ে যাওয়াটা দুঃখজনক। কারণ আমি পুরো মৌসুমটা খেলতে চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল পিএসএলে আধিপত্য বিস্তার এবং ভক্ত-সমর্থকদের জন্য আনন্দের কিছু উপহার দেয়া।'

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেলে প্রায় দুই বছর পর জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন গেইল। সবশেষ ২০১৯ সালের সালের আগস্টে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের সবশেষ ম্যাচ সে বছরেরই মার্চে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের অপেক্ষায় 'দ্য ইউনিভার্স বস'।

এএন/০২