সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৯:০১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৯:০১ অপরাহ্ন
চ্যাম্পিয়নস লিগে লাৎসিওকে ১-৪ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এ জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল বায়ার্ন। ম্যাচে গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি, লেরয় সানে ও জামাল মুসিয়ালা এবং অন্য গোলটি আত্মঘাতী। লাৎসিওর একমাত্র গোলটি করেন হোয়াকিন কোররেয়া।
মঙ্গলবার রোমের স্টাডিও অলিম্পিকোয় শেষ আটে উঠার লড়াইয়ে নবম মিনিটেই গোলের দেখা পায় গতবারের চ্যাম্পিয়নরা। আগামী ১৭ মার্চ বায়ার্নের মাঠে হবে দ্বিতীয় লেগ।
এএন/০২