শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৩:১৪ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৩:১৪ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জে ৪ কেজি নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চার কেজি গাজা উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার এসআই মো. মফিজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন এসআই মো. জসিম উদ্দিন, এএসআই বিধান রায়সহ একদল পুলিশ। অভিযানে চার কেজি গাজা ও এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান্দ গ্রামের মরম আলীর ছেলে মো. জাহাঙ্গীর মিয়া (৩১), জাহাঙ্গীর মিয়ার স্ত্রী মোছা. রুজিনা আক্তার (২৪), একই ইউনিয়নের মহিমাউড়া গ্রামের মো. আলফু মিয়ার ছেলে মো. হিরা মিয়া (৩০)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজাতে পাঠানো হয়েছে।
এসডি/বিএ-১৬