রাউলকে ছাড়িয়ে তৃতীয় স্থানে লেভানদভস্কি

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৫, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন



রাউলকে ছাড়িয়ে তৃতীয় স্থানে লেভানদভস্কি


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসন এককভাবে দখল করেছেন রবার্ত লেভানদভস্কি। তিনি ছাড়িয়ে গেছেন স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউল গঞ্জালেজকে।

মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে রোমের অলিম্পিক স্টেডিয়ামে লাৎসিওকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে প্রথম গোলটি করেন লেভানদভস্কি।

চ্যাম্পিয়ন্স লিগে পোল্যান্ডের এই স্ট্রাইকারের গোল এখন ৭২টি। রাউল করেছিলেন ৭১ গোল। লেভানদভস্কির চেয়ে এই প্রতিযোগিতায় বেশি গোল আছে কেবল দুজনের- ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির।

জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে লক্ষ্যভেদ করেছেন ১৩৪ বার। বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির নামের পাশে আছে ১১৯ গোল। ৬৯ গোল নিয়ে রিয়ালের করিম বেনজেমা রয়েছেন পাঁচে।
এএন/০১