চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ গোলদাতা জামাল

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন



চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ গোলদাতা জামাল


জামাল মুসিয়ালা (১৭ বছর ৩৬৩ দিন) ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। লাৎসিওর বিপক্ষে বায়ার্নের হয়ে জামাল মুসিয়ালা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ২৪ মিনিটে ব্যবধান বাড়ায়। লিয়ন গোরেৎস্কার পাসে ডি-বক্সের প্রান্ত থেকে গড়ানো নিখুঁত শটে লাৎসিওর জাল খুঁজে নেন মুসিয়ালা।

কেবল ইংল্যান্ডের নয়, চ্যাম্পিয়ন্স লিগে কোনো জার্মান ক্লাবের সবচেয়ে কম বয়সী গোলদাতাও এখন মুসিয়ালার। আরও একটি রেকর্ডে তিনি জায়গা পেয়েছেন দুইয়ে।

চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায় মুসিয়ালার উপরে আছেন কেবল বোয়ান। ২০০৭-০৮ মৌসুমে ১৭ বছর ২১৭ দিন বয়সে লক্ষ্যভেদ করেছিলেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড।

নবীন শিষ্যের প্রশংসায় বায়ার্নের কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘গোটা দলের মতো সে-ও দারুণ পারফর্ম করায় আমরা খুবই খুশি। তার গোলটিই দেখিয়েছে সে কী করতে পারে।’
এএন/০৩