সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৭:৩১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৭:৩১ অপরাহ্ন
হিসেব নিকেশে কি একটু ভুল হয়ে গেল ইংল্যান্ডের? গোলাপি বল প্রথাগতভাবে পেসারদের পক্ষেই কথা বলে। একাদশে তাই একমাত্র স্পিনারের সঙ্গে চার পেসার নিয়ে নেমেছিল তারা। ভারতের একাদশে দেখা গেল দুই পেসারের সঙ্গী তিন স্পিনার। কেন সেটা বুঝতে দেরি হলো না। ভারতীয় স্পিনারদের বিষে নীল হয়ে মাত্র ১১২ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস।
বুধবারে আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কাঙ্ক্ষিত টসটা জিতেছিলেন জো রুট। তার হাসি থাকেনি খেলার শুরুর পর। দল যে টিকতে পারেনি ৫০ ওভারও । দুই সেশনের মধ্যেই মাত্র ৪৮.৪ ওভার টিকেছে সফরকারীদের ১১২ রানের ইনিংস।
শততম টেস্ট খেলতে নামা ইশান্ত শর্মার হাত ধরে এসেছিল প্রথম উইকেট। বাকি সব উইকেটই নিয়েছেন স্পিনাররা। বাঁহাতি স্পিনার আক্সার প্যাটেল ৩৮ রানে ৬ উইকেটে, রবীচন্দ্রন অশ্বীনের পকেটে গেছে ২৬ রানে ৩ উইকেট।
এএন/০৪