শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু ডিজিটাল ম্যারাথনের প্রস্তুতি সভা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৭, ২০২১
০৯:১১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১
০৯:২৬ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু ডিজিটাল ম্যারাথনের প্রস্তুতি সভা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ম্যারাথন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান ও হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার।

প্রস্তুতি সভার আলোচনায় আরও অংশগ্রহণ করেন, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, ব্যবসায়ী সারোয়ার আলম শাকিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাব উদ্দিন, শায়েস্তাগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ তালুকদার, বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল হক, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন মাস্টার গোলাম মোস্তফা, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মামুন চৌধুরী, সাংবাদিক কামরুল হাসান, বাংলা টিভি প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল, নাট্যকর্মী আহমেদ রাজু প্রমুখ।

এস ডি/ বি এন-৩