সাতছড়ি উদ্যানে ফের অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি


মার্চ ০৩, ২০২১
১২:১১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৩, ২০২১
১২:১২ পূর্বাহ্ন



সাতছড়ি উদ্যানে ফের অভিযান

ফাইল ছবি

অস্ত্র উদ্ধারে আবারও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুর থেকে ভারি অস্ত্রের সন্ধানে অভিযানটি পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। স্থানীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হাসান জানান, মঙ্গলবার (২ মার্চ) দুপুর থেকে বিজিবির একটি টিম উদ্যানের ভেতরে খুড়াখুড়ি করছে। তবে কী কারণে তারা খুড়াখুড়ি করছে সে বিষয়ে তাকে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি। 

এর আগে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০১৯ সালের ২৩ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং র‍্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চারের ১৩টি গোলা (আরপিজি গোলা) এবং বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গোলা ও বিস্ফোরক দ্রব্যসমূহ বিস্ফোরক বিশেষজ্ঞ দল কর্তৃক পরে ধ্বংস করা হয়।

বিএ-১৩