ঘুষ গ্রহণের অভিযোগে মাধবপুরে ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মাধবপুর প্রতিনিধি


মার্চ ০৫, ২০২১
০৮:১৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২১
১০:১৩ পূর্বাহ্ন



ঘুষ গ্রহণের অভিযোগে মাধবপুরে ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা পাওয়ায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নােয়াপাড়া ভূমি অফিসের ইউনিয়ন সহকারী (ভূমি) দেবী প্রসাদ কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। 

গত বুধবার (৩ মার্চ) হবিগঞ্জ জেলা প্রশাসক মােহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন।  

জানা গেছে, দীর্ঘদিন যাবত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দেবী প্রসাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছিল।

প্রতিনিয়ত ভােগান্তির শিকার হয়ে আসাছিল সাধারণ মানুষ । এমকি অফিসের টেবিলে বসে প্রতিদিন প্রকাশ্যে ঘুষ নিতেন তিনি । ঘুষ না দিলে ফাইল পড়ে থাকতো দেবী প্রসাদের টেবিলেই। 

ভূমি অফিসে আসা  সেবাগ্রহীতারা দেবী প্রসাদের অনিয়মের প্রতিবাদ করলেই ওই ভূমি কর্মকর্তা একটি প্রভাবশালী দালাল চক্রকে লেলিয়ে দিতেন প্রতিবাদকারীদের পেছনে ।

গোপনে রেকড করা ২ মিনিট ৫৮ সেকেন্ড এর একটি ভিডিও ফুটেজে দেখা গেছে জমির খাজনা দিতে আসা এক ব্যক্তির কাছে তিনি খাজনা বাবদ ২০ হাজার টাকা দাবি করেন । 

যার মধ্যে তিনি গ্রাহককে ১০ হাজার ৬ শ ‘ টাকার রশিদ প্রদান করবেন । অবশিষ্ট টাকা ঘুষ হিসাবে যাবে তার পকেটে । 

কিন্তু ভুক্তভােগী ঘুষ বাদ অতিরিক্ত ৯ হাজার ৪ শ ‘ টাকা দিতে আপত্তি জানালে তহশিলদার দেবী প্রসাদ কর তাকে খাজনার রশিদ না দিয়েই ফিরিয়ে দেন। নিরূপায় হয়ে ওই গ্রাহকও বাড়িতে ফিরে যান ।

দেবী প্রসাদের বিরুদ্ধে বাধন নামে এক ভুক্তভোগী অভিযােগ করে বলেন , জমির খাজনা বাবদ ৫ হাজার টাকা নিলেও রশিদ দেন মাত্র ২ হাজার টাকা এবং অডিট বাবদ বাকি টাকা দাবি করেন ।

ওই ভূমি অফিসে সেবা নিতে আসা আরেক ভুক্তভােগী জানান , নাম খারিজের জন্য ওই ভূমি কর্মকর্তার কাছে গেলে তিনি ঘুষ না দেয়ায় তার ফাইল আটকে রাখেন দীর্ঘদিন ।

এছাড়াও নামজারি ও অন্যান্য প্রয়োজনে আসা ব্যাক্তিরা ঘুষ ছাড়া ফাইল না নড়ার অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত দেবী প্রসাদকে ফোন করলে তিনি ঘুষ গ্রহণের কথা অস্বীকার করলেও ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত হওয়ার খবরের সত্যতা স্বীকার করেন।

আর হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান জানান, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

এস এম/বি এন-০১