মাধবপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১’ উদযাপন

মাধবপুর প্রতিনিধি


মার্চ ০৬, ২০২১
০৭:৩৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৬, ২০২১
০৭:৩৪ পূর্বাহ্ন



মাধবপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১’ উদযাপন

হবিগঞ্জে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মার্চ) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠিত এ ম্যারাথন উদ্বোধন করেন।  

উপজেলার সর্বস্তরের জনগনের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ,সাংবাদিক, ছাত্র শিক্ষক  ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে।

ম্যারাথনের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা,মেয়র হাবিবুর রহমান,উপজেলা কমিশনার (ভূমি) মহিউদ্দীন 

আহম্মেদ,ওসি আব্দুর রাজ্জাক, সুকোমল রায় প্রমুখ।

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও এই বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ সুষ্ঠু ও সফল করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। 

পাশাপাশি এই আয়োজনের সাথে অন্যান্য ইউনিট ও সংস্থার যারা সম্পৃক্ত ছিলেন তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এস এম/বি এন-০১