ক্রীড়া প্রতিবেদক
                        মার্চ ০৭, ২০২১
                        
                        ০৭:৩২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মার্চ ০৭, ২০২১
                        
                        ০৭:৩২ পূর্বাহ্ন
                             	
                        
            
    
তাজুল ইসলাম ক্রিকেট একাডেমী আয়োজিত প্রথম আমন্ত্রিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শাহ সিকন্দর গ্রামের শাহজালাল স্পোর্টিং ক্লাব। শনিবার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর গ্রামের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা তাজপুর ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেট মিরর'র ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু।
লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যন খায়রুল আফিয়ান চৌধুরীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার রুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আহমদ, বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতা, সমাজসেবী ফাহিম মাহমুদ ফুরুক, লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লায়েক আহমদ জিকো, সালুটিকর ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুর রহমান আল-আমীন, প্রভাষক শামীম আহমদ, ক্রীড়া ব্যাক্তিত্ব আরিফুল হক চৌধুরী প্রমুখ। অতিথিরা চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আরসি/০৪