মহানগর জামায়াতের পক্ষকালব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১০, ২০২১
০৮:১৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২১
০৮:১৩ অপরাহ্ন



মহানগর জামায়াতের পক্ষকালব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন


স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নগরের দক্ষিণ সুরমায় সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগ আয়োজিত ১৫ দিনব্যাপী (পক্ষকালব্যাপী) ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ধোধন করা হয়েছে। বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সাদিক আহমদ খানের সভাপতিত্বে ও সালাহ উদ্দিন মিরাজের পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলী।

উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি জহির হোসেন রাসেল, জেলা ট্রাক মালিক গ্রুপের প্রচার সম্পাদক সাদেক খাঁন, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি তরিকুল ইসলাম তারেক, যুব বিভাগের সহ সভাপতি মাহবুব আহমদ, সিলেট জেলা ওয়ার্কশপ গ্যারেজ মালিক সমিতির এসিস্ট্যান্ট সেক্রেটারি তৌফিক আহমদ চৌধুরী কুটি, জাবেদ আহমদ, আব্দুস সোবহান, সামাদ আহমদ ও মামুন আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও আমরা স্বাধীনতার সুফল জাতির ঘরে ঘরে পৌছাতে পারিনি। রাজনৈতিক সংঘাত ও দুর্নীতি আমাদের গৌরবোজ্জল অর্জনকে বিসর্জনে পরিনত করেছে। লাখো তরুণ এখনো বেকার। দেশে কিছু ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন হলেও দারিদ্রতা ক্রমশই বেড়ে চলেছে। যুব সমাজের মাঝে নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। এক্ষেত্রে খেলাধুলা শারীরিক গঠনের পাশাপাশি মানসিক প্রতিভাকে আরো বিকশিত করতে সহায়ক ভুমিকা পালন করবে।

উদ্ধোধনী দিনে দক্ষিণ সুরমা থানার কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতি মোকাবেলা করে বারখলা রুপালী যুব কল্যাণ সমিতিকে।
এএন/০৮