বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের স্বর্ণ সালমাদের

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১২, ২০২১
০৪:৪৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ১২, ২০২১
০৪:৪৭ অপরাহ্ন



বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের স্বর্ণ সালমাদের

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টের ফাইনালে রুমানা আহমেদদের বাংলাদেশ সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে স্বর্ণপদক জিতেছে সালমা খাতুনদের বাংলাদেশ নীল দল।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৩৬ ওভারে ৭২ রানে গুটিয়ে যায় সবুজ দল। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ৩১.৪ ওভার হাতে রেখে স্বর্ণপদক নিশ্চিত করে নীল দল।

সানজিদা ইসলাম ১২, রুমানা আহমেদ ১৪ ও রিতু মনির ১৮ রানে ফিফটি পেরোনো সংগ্রহ পায় সবুজ দল। তাদের আর কোনো ব্যাটার পাননি দুই অঙ্কের দেখা।

নীলদের হাত ঘোরানো সব বোলারই পেয়েছেন উইকেট। জাহানারা আলম ও ফারিহা তৃষ্ণা নিয়েছেন ২টি করে উইকেট। সালমা খাতুন, মুমতা হেনা ও রাবেয়া খান নিয়েছেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে শামিমা সুলতানার ৩২ ও ফারজানা হকের অপরাজিত ২৮ রানে জয় তুলে নেয় নীল দল।

১২ মাস অপেক্ষার পর এই আসর দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সময়কাল ১ থেকে ১০ এপ্রিল হলেও মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছিল আগেভাগেই।

আরসি-১০