নারী ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন সালমারা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৩, ২০২১
০২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২১
০২:৪৫ পূর্বাহ্ন



নারী ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন সালমারা


বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে নারীদের ক্রিকেটে স্বর্ণ জিতেছেন সালমারা। তাদের নিয়ে গড়া বাংলাদেশ নীল দল হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। ওয়ানডে সংস্করণের এই ইভেন্টে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে তারা। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ৮ উইকেটে বাংলাদেশ সবুজ দলকে হারিয়েছে নীল দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৬ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয় সবুজ দল। সর্বোচ্চ ১৮ রান করেন রিতু মণি। এছাড়া, রুমানা ১৪ ও সানজিদা আক্তার ১২ রান করেন। নীল দলের হয়ে জাহানারা ও মুমতাহেনা পান ৩টি করে উইকেট। অধিনায়ক সালমা পান ২ উইকেট।

জবাবে, মাত্র ১৮.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় নীল দল। তাদের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন শামীমা সুলতানা। প্রথম উইকেটে মুর্শিদা খাতুনের সঙ্গে ২৪ ও দ্বিতীয় উইকেটে ফারজানা হকের সঙ্গে ৩০ রান যোগ করেন তিনি। ফারজানা করেন অপরাজিত ২৮ রান।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ সবুজ দল: ৩৬ ওভারে ৭২ (রিতু ১৮, রুমানা ১৪, সানজিদা ১২; জাহানারা ৩/১৫, মুমতাহেনা ৩/১৫)।
বাংলাদেশ নীল দল: ১৮.২ ওভারে ৭৪/২ (শামীমা ৩১, ফারজানা ২৮*)।
এএন/০১