সিলেট মিরর ডেস্ক
মার্চ ১২, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন
আবুধাবিতে প্রথম টেস্টে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে মাত্র দুই দিনেই জিতে নিয়েছিল জিম্বাবুয়ে। তাতে নবীন দলটির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে পরের টেস্টেই ঘুরে দাঁড়িয়েছে দারুণ জবাব দিয়েছে আফগানরা। উল্টো জিম্বাবুয়েকে ফলোঅনে ফেলে কোণঠাসা করে ফেলেছে দলটি।
শুক্রবার জিম্বাবুয়েকে তাদের প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট করেছে আফগানিস্তান। ফলে ফলোঅনে পড়ে শেন উইলিয়ামসের দল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান তুলে দিন শেষ করেছে তারা। এখনও ২৩৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
দলের পক্ষে ৮৫ রান আসে রাজার ব্যাট থেকে। মাসভাউরে করেন ৬৫ রান। এছাড়া কাসুজা ও মুসাকান্দা দুইজনই ৪১ রান করে করেন। আফগানিস্তানের পক্ষে ১৩৮ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন রশিদ খান। এছাড়া আমির হামজা ৩টি ও শিরজাদ ২টি উইকেট নেন।
ফলোঅনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য তৃতীয় দিনে আর কোনো বিপদ হয়নি। ১৩ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২৪ রান করেছে দলটি। মাসভাউরে ৩ ও কাসুজা ২০ রান করে অপরাজিত রয়েছেন।
এএন/০২