টানা চার হারে বিদায় বাংলাদেশ লিজেন্ডসের

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৩, ২০২১
০৩:৫১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২১
০৩:৫১ পূর্বাহ্ন



টানা চার হারে বিদায় বাংলাদেশ লিজেন্ডসের


মুখোমুখি পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুটি দল। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে যারা এখনও কোনো জয়ের মুখ দেখেনি। আর তলানির দুই দলের লড়াইয়ে এদিন হেসেছে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। টানা চতুর্থ হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ লিজেন্ডস।

রায়পুরে শুক্রবার বাংলাদেশ লিজেন্ডসকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। জবাবে ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় ক্যারিবিয়ানরা।

এদিন শুরুটা অবশ্য দারুণ করেছিল বাংলাদেশ দল। ওপেনিং জুটিতেই ৬৪ রানের জুটি এনে দেন নাজিমউদ্দিন ও মেহরাব হোসেন অপি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন অপি। ৩৩ রান করেন আসর জুড়ে ছন্দে থাকা নাজিম। আফতাব করেন ৩১ রান। মোহাম্মদ শরিফের ব্যাট থেকে আসে ২৬ রান।

জবাবে, ১৮.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে জয় তুলে নেয় উইন্ডিজের সাবেকরা। ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান ইকরেন এডওয়ার্ডস। ৩১ রানে অপরাজিত থাকেন কিংবদন্তি ব্রায়ান লারা। ৩০ বলে ৩৪ রান করেন জ্যাকবস।

বাংলাদেশের ২টি উইকেট নেন আব্দুর রাজ্জাক। এছাড়া, একটি করে উইকেট নিয়েছেন মুশফিকুর রহমান ও মোহাম্মদ রফিক। অন্যটি রানআউট।
এএন/০৩