নবীগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৩, ২০২১
০২:২৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৩, ২০২১
০২:২৫ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার আাসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। শুক্রবার (১২ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রামের জাহির মিয়ার পুত্র রুহেল মিয়া (৩২), ইনাতগঞ্জ ইউনিয়নের আগনা গ্রামের জিআর মামলার পলাতক আসামি আব্দুল মালেকের পুত্র মোজাম্মেল (৩০) ও একই গ্রামের মৃত কনা মিয়ার পুত্র জহির উদ্দিন (৪৬)।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুদ্দিন খাঁনের নির্দেশে এএসআই আব্দুস সামাদ আজদের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুদ্দিন খাঁন।
এএম/আরআর-১২