শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল বালুবাহী ট্রাক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৪, ২০২১
০১:১০ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৪, ২০২১
০১:১০ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল বালুবাহী ট্রাক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে একটি চলন্ত ট্রাকে আগুন লেগে সেটি পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে ঢাকাগামী বালুবাহী ওই ট্রাকের ডিজেলের ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়।

এ সময় অলিপুর রেললাইন সংলগ্ন মহাসড়কে প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আগুনের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আহমেদ বলেন, 'ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রাকটির অধিকাংশ পুড়ে গেছে। তবে চালক আর সহকারী অক্ষত আছেন।'

 

এসডি/আরআর-০৬