পাল্টে গেল ঢাকা প্রিমিয়ার লিগ ফরম্যাট

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৫, ২০২১
০৪:২৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৫, ২০২১
০৪:২৭ পূর্বাহ্ন



পাল্টে গেল ঢাকা প্রিমিয়ার লিগ ফরম্যাট


সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৫০ ওভারের পরিবর্তে আগামী ৬ মে টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হবে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। রবিবার এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) ক্রিকেট কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, দুই দফায় অনুষ্ঠিত হবে লিগ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই ফরম্যাটে বদল আনা হয়েছে।

৬-১০ মে পর্যন্ত চলবে লিগের প্রথম অংশ এবং ঈদুল ফিতরের ছুটি ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এটি ২৫ দিন বন্ধ থাকবে। শ্রীলঙ্কা চলে যাওয়ার পর লিগের পরবর্তী অংশ হবে ৩১ মে থেকে ১৭ জুন পর্যন্ত। রবিবার সভা শেষে ইনাম আহমেদ বলেন, '১২ ক্লাবের সাথে বৈঠকের পর আগামী ৬ মে লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। আপাতত আমরা দু'টি উইন্ডো পেয়েছি এবং সেই সময়ের মধ্যে লিগটি শেষ করতে হবে। লিগটি টি-টোয়েন্টি ফরম্যাটে করতে সকল ক্লাব একমত পোষণ করেছে।

গত বছর করোনার প্রার্দুভাবের কারণে এক রাউন্ড পরই স্থগিত হয়ে যায় ডিপিএল। ইনাম জানান, যে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেগুলো পরিত্যক্ত ঘোষিত হয়েছে। গত বছর যারা যেই ক্লাবে খেলেছে তারা সেই ক্লাবেই থাকবে। এটি নতুন লিগ হবে, যেখানে ডিপিএলের সুপার লিগ এবং রেলিগেশন লিগ আমরা ব্যবহার করব।'
এএন/০৩