এক সিরিজে মিতালির তিন রেকর্ড

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৫, ২০২১
০৪:৫৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৫, ২০২১
০৫:০৩ পূর্বাহ্ন



এক সিরিজে মিতালির তিন রেকর্ড


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের চার ম্যাচে তিনটি অনবদ্য রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক মিতালির রাজ। সিরিজের প্রথম ম্যাচে তিনি তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন। তৃতীয় ম্যাচে প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন।

এবার সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৭ হাজার রানের গণ্ডি টপকে যান মিতালি। এই মাইলফলক ছুঁতে মিতালির প্রয়োজন ছিল ২৬ রান। সিরিজের চতুর্থ ম্যাচে ৭১ বলে ৪ বাউন্ডারিতে ৪৫ রান করেন মিতালি। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেও ৭ হাজার রানের মাইলফলক ছোঁয়া হয়ে যায়।

২১৩ ম্যাচের ১৯২ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ৫৪টি হাফ-সেঞ্চুরিসহ ৭০১৯ রান করেছেন মিতালি। যদিও নারী ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড আগে থেকেই তার দখলে। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের শার্লট এটওয়ার্ডস। ১৯১ ম্যাচে ১৮০ ইনিংসে তার সংগ্রহ ৫৯৯২ রান। ১১৮ ম্যাচের ১১৪ ইনিংসে ৪৮৪৪ রান নিয়ে তিনে আছেন অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক।
এএন/০৫