শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৫, ২০২১
০২:০৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৫, ২০২১
০২:০৯ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার নতুন ব্রিজসংলগ্ন শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত স্কুলছাত্রের নাম শাহ আলম (১৫)। সে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও শিমুলতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

নিহত স্কুলছাত্রের বাবা আব্দুর রহমান পাখি মিয়া জানান, শাহ আলম রবিবার বিকেলে নতুন ব্রিজ থেকে নালেরপাড় দিয়ে বাড়ি ফিরছিল। পথে হঠাৎ মৃগিরোগ দেখা দিলে সে পানিতে পড়ে যায়। পরে আশেপাশের লোকজন তার মৃতদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

আরআর-০৪