মাধবপুর প্রতিনিধি
মার্চ ১৫, ২০২১
০৩:০১ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৫, ২০২১
০৩:০১ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে বিষপান করে সোহেল মিয়া (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৫ মার্চ) সকালে উপজেলার আন্দিউড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার আন্দিউড়া গ্রামের কেরামত আলীর ছেলে সোহেল মিয়া সকালে বিষপান করে ছটফট করতে থাকেন। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন। সিলেটে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএম/আরআর-০৭